• ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নেপালে থাকা সব বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি


বাঞ্ছারামপুর বার্তা | ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:১৫ পিএম নেপালে থাকা সব বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

নেপালে থাকা সব বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন কাঠমন্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। 
একইসঙ্গে বিদ্যমান পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ ও +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে চলমান জেনারেশন জি আন্দোলন সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় জারি থাকা কারফিউ অমান্য করে বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে। তারা শুধু দেউবার বাড়িতেই নয়, আরও কয়েকজন প্রভাবশালী নেতার বাড়িতেও হামলা চালিয়েছে।
চলমান আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

Side banner