• ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

‘যতক্ষণ জীবন আছে, লড়াই চালিয়ে যান’ 


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:২৯ এএম ‘যতক্ষণ জীবন আছে, লড়াই চালিয়ে যান’ 

রূপালি পর্দায় রাজত্ব করছেন, বয়স ৮২ ছুঁই ছুঁই তবুও অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা আজও অমলিন। কেবল অভিনয়ই নয়, ব্যক্তিগত জীবনের নানা ভাবনাও তিনি প্রায়শই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার একটি পোস্ট নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনা হচ্ছে।
যেখানে তিনি জীবনের সংগ্রাম এবং বার্ধক্য নিয়ে অকপটে কথা বলেছেন। অমিতাভ তার পোস্টে লিখেছেন, ‘যতক্ষণ জীবন আছে, ততক্ষণ স্ট্রাগল করতে হবে। লড়াই চালিয়ে যান।’ 
অভিনেতার এই পোস্ট রীতিমতো ভাইরাল। কেউ কেউ ভাবছে ব্যক্তিগত জীবনে কি কোনও সমস্যায় রয়েছেন অমিতাভ? 
কেউ আবার তার সঙ্গে সহমত পোষণ করে লিখেছেন, ‘যেখানে কোনও সংগ্রাম নেই, সেখানে কোনও এনার্জিও নেই।’ কেউ আবার লিখেছেন, ‘জীবন একটা চ্যালেঞ্জ। প্রতিদিন নতুন করে চ্যালেঞ্জ নিতে হয়। এ ভাবেই জীবন আকর্ষণীয় এবং অর্থপূর্ণ হয়ে উঠতে পারে।’
এর আগে কয়েক সপ্তাহ আগেও অমিতাভ নিজের শারীরিক অবস্থা নিয়ে একইরকম অকপট হয়েছিলেন। মজার ছলে তিনি লিখেছিলেন, এখন তার জন্য সবচেয়ে সহজ কাজগুলোও কঠিন হয়ে পড়েছে। 
চিকিৎসকেরা তাকে দাঁড়িয়ে প্যান্ট না পরার পরামর্শ দিয়েছেন, কারণ এতে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। একসময়ের সহজ রুটিনগুলো এখন নতুন করে শুরু করা কঠিন—এই কথা স্বীকার করে অমিতাভ বলেছেন, ‘জীবন বদলে গেছে এবং এটা মেনে নিতে হবে।’

Side banner