অন্যান্য দিনের মতোই কাজ শেষে বাসায় ফিরছিলেন আল আমিন রানা। পথে পল্লবী মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে তার গতিরোধ করে তিন ছিনতাইকারী। এ সময় ধারালো অস্ত্রের মুখে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, পিঠে ব্যাগ থাকা এক ব্যক্তি মোবাইল হাতে মেট্রো স্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। তার পেছন পেছন আসছিলেন তিনজন। তাদের একজন ওই ব্যক্তির আগে চলে যান। ওই ব্যক্তি ফুটপাতের সংকীর্ণ স্থানে যেতেই তিনজন তার গতিরোধ করেন। তারা ওই ব্যক্তির সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করে তার মোবাইল ছিনিয়ে নেন। এ সময় ছিনতাইকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন। তারপর তিনজনই দৌঁড়ে একটি অটোরিকশায় উঠে পালিয়ে যান।
ভুক্তভোগী আল-আমিন রানা রাজধানীর নিকুঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন পল্লবী এলাকায়। তিনি বলেন, সেদিন রাতে কাজ শেষে খিলক্ষেত থেকে বাসে করে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের কাছে নামি। এরপর হেঁটে বাসার দিকে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ি।
আল-আমিন আরও বলেন, ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে আমার হাতে থাকা আইফোনটি ছিনিয়ে নেয়। এ সময় আমার হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক ছিনতাইকারী। এতে আমি আহত হই।
তিনি বলেন, মোবাইল ছিনিয়ে নেওয়ার পর আমি ছিনতাইকারীদের পেছন পেছন দৌঁড়ে যাই। কিন্তু ছিনতাইকারীরা অটোরিকশায় করে পালিয়ে যায়।
ঘটনার ওই রাতেই পল্লবী থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন আল-আমিন। তবে পুলিশের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি না বলে অভিযোগ করেন তিনি।
এমন পরিস্থিতিতে আল-আমিন নিজেই ঘটনাস্থলের পাশের একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত কর্মকর্তা জয় দাশকে দেখান। গতকাল সকালে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে রানাকে জানানো হয়, তিনি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
এসআই জয় দাশ জানান, পল্লবী এলাকা খুবই জনবহুল। তারা অপরাধ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছেন। এর মধ্যে কিছু ঘটনা ঘটে যায়।
আপনার মতামত লিখুন : :