• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ফিশ স্ট্রিপস তৈরির রেসিপি জেনে নিন


বাঞ্ছারামপুর বার্তা | জীবনযাপন ডেস্ক জানুয়ারি ৮, ২০২৬, ১২:১৮ পিএম ফিশ স্ট্রিপস তৈরির রেসিপি জেনে নিন

বাড়িতে থাকা যেকোনো বড় মাছ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু ফিশ স্ট্রিপস। আপনি নিশ্চয়ই এর আগে রেস্টেুরেন্টে গিয়ে এ ধরনের খাবার কিনে খেয়েছেন। তাতে একগাদা পয়সা তো খরচ হয়ই, সেইসঙ্গে অস্বাস্থ্যকর হওয়ারও ভয় থাকে। তাই রেসিপি জেনে নিয়ে বাড়িতে তৈরি করে খাওয়াই উত্তম। চলুন জেনে নেওয়া যাক ফিশ স্ট্রিপস তৈরির সহজ রেসিপি- 
তৈরি করতে যা লাগবে
কাঁটা ছাড়া যেকোনো বড় মাছের টুকরা- আধা কেজি
ডিম- ১টি
কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ
গোল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
লেবুর রস- ১ চা চামচ
রসুন বাটা- ২ চা চামচ
টমেটো কেচাপ- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
চিলি সস- ১ চা চামচ


কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
ব্রেডক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়ো- ১ কাপ
তেল- ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন
মাছের ফিলে ভালোভাবে ধুয়ে নিয়ে পছন্দমতো মাপে টুকরা করে নিন। এবার এক এক করে লেবুর রস, চিলি সস, টমেটো কেচাপ, রসুন বাটা, গোল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, সামান্য লবণ একসঙ্গে মিশিয়ে মাছের টুকরাগুলো মেরিনেট করে নিন।
ডিম ফেটিয়ে নিয়ে তাতে কর্নফ্লাওয়ার মেশান। এই মিশ্রণে সামান্য লবণও যোগ করুন। কর্নফ্লাওয়ার না থাকলে বেসন ব্যবহার করতে পারেন। একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হতে হতে মেরিনেটেড ফিশ স্ট্রিপস প্রথমে এগ ওয়াশ করে এরপর ব্রেডক্রাম্ব দিয়ে কোট করুন। ব্রেডক্রাম্ব না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। ডুবো তেলে স্ট্রিপস ভেজে নিন। সোনালি হয়ে এলে নামিয়ে পছন্দসই সসের সঙ্গে দিয়ে পরিবেশন করুন।

Side banner