• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বেবী নাজনীনের জন্মদিন আজ


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক আগস্ট ২৩, ২০২৫, ১০:৫৭ এএম বেবী নাজনীনের জন্মদিন আজ

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেবী নাজনীন। দেশজুড়ে ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে তার সুখ্যাতি। বাংলা গানের ইতিহাসে এমন ‘উপাধি’ পাওয়া সংগীত তারকাও একজনই। প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আজ ২৩ আগস্ট তার জন্মদিন। গানের বাইরে বেবী নাজনীনের রয়েছে রাজনৈতিক পরিচয়। বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি।
সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন বেবী নাজনীন। আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। মঞ্চ মাধ্যমেও ছিল সব সময় সরব উপস্থিতি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সংগীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র মাধ্যমেও গেয়েছেন অসংখ্য গান।
‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘আমার একটা মানুষ আছে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘আজ পাশা খেলব রে শাম’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে’সহ অসংখ্য গানের মাধ্যমে বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ করেছেন এই সংগীত তারকা।

Side banner