গত মৌসুমে ঘরের মাঠে টটেনহামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে নতুন মৌসুমে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল সিটিজেনদের সামনে। কিন্তু তা কাজে লাগাতে পারেননি হ্যালান্ডরা, বিপরীতে টটেনহামের কাছে আবারও হারের তিতো স্বাদ ভোগ করতে হয়েছে ম্যানসিটি।
শনিবার (২৩ আগস্ট) ইতিহাদে টটেনহামের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানসিটি। স্পার্সদের হয়ে গোল দুটি করেছেন ব্রেনান জনসন ও জোয়াও পলহিনহা।
এদিন শুরুতে কিছুটা এলোমেলো ছিল দুই দলই। তবে ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পেয়েছিল ম্যানসিটিই। তবে ওয়ান টু ওয়ানে তার নেওয়া শট দারুণভাবে সেভ করেন টটেনহামের গোলরক্ষক গগলিয়েলমো ভিসারিও।
এর ৬ মিনিট পর স্পার্সদের এগিয়ে দেন জনসন। ৩৫তম মিনিটে ডান প্রান্ত থেকে রিচার্লিসনের পাসকে দারুণ এক ফিনিশিং দেন জনসন। তবে গোল করে উদযাপনটা সঙ্গে সঙ্গে করতে পারেননি তিনি।
লাইন্সম্যান যে অফসাইডের পতাকা তুলে ধরেন। তবে ভিএআরে দেখা যায় পাস দেওয়ার আগে অফসাইডের ফাঁদে পড়েননি রিচার্লিসন। তবে ঘরের মাঠে পিছিয়ে পড়া সিটিকে বড় ধাক্কা দেন নিজেদের গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যান মার্কিংয়ে থাকা সতীর্থ নিকো গঞ্জালেসকে পাস দিলে তা কেড়ে নেন পাপে মাতার সার। বল পেয়ে রিচার্লিসন শট নিতে গিয়ে মিস করলেও পলহিনহার শট ঠিকই জাল খুঁজে নেয়। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের চেষ্টা করলেও ফিনিশিংয়ে অভাবে বল জালে পাঠাতে ব্যর্থ হন হ্যালান্ডরা। এতে হার নিয়ে মাঠে ছাড়তে হয়েছে সিটিজেন।
অন্যদিকে সিটিজেনদের হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে টটেনহ্যাম। অন্যদিকে সমান এক হার ও জয়ে ৩ পয়েন্টে প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচে ম্যানসিটি।
আপনার মতামত লিখুন : :