২০০২ সালের ২০ আগস্ট খুলনা জেলার গাজীরহাটে জন্মগ্রহণ করেন নায়িকা পূজাচেরী। তার বাবা দেব প্রসাদ রায় এবং মায়ের নাম ঝর্না রায়। তিনি পড়াশুনা করেছেন রাজধানী ঢাকায়। পড়াশুনার পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছে।
মাত্র ৮ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন জাজ মাল্টি মিডিয়ার ছবি ‘ভালোবাসার রং’ ছবিতে। এই ছবির আগেও ছোট খাটো কিছু ছবিতে কাজ করেছেন পূজাচেরী। তবে ওই ছবিগুলোতে তার তেমন উপস্থিতি ছিল না।
বদিউল আলম খোকন পরিচালিত ‘মাই নেম ইজ খান’ ছবিতে সুপারস্টার শাকিব খানের ভাতিজীর চরিত্রে অভিনয় করেন। তারপর ২০১৮ সালে নুর জাহান এবং জাজ মাল্টি মিডিয়ার পোড়ামন টু ছবিতে তিনি নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন। ছবি দুটি মুক্তি পাওয়ার পর সুপার ডুপার হিট হয় ‘পোড়ামন টু’ ছবিটি। তারপর থেকেই তাকে আর পেছনে তাকাতে হয়নি। একে একে বেশ কিছু ছবিতে অভিনয় করে সিনেমায় নিজের অবস্থান করে নেন।
তিনি এখন পর্যন্ত ২৭ টি ছবিতে অভিনয় করেছেন। তার উল্লেখ যোগ্য ছবিগুলো হলো ১. মনের ঘরে বসত করে, ছোট্ট সংসার, সন্তানের মতো সন্তান, ভালোবাসার রং, নাইয়রী, মোস্ট ওয়েলকাম, মাই নেম ইজ খান, তবুও ভালোবাসী, অগ্নী, মোস্ট ওয়েলকাম টু, ডেয়ারিং লাভার, ভালোবাসতে মন লাগে, ব্লাক মেইল, কৃষ্ণ পক্ষ, বাদশা দ্যা ডন, নুর জাহান, পোড়ামন টু, দহন, প্রেম আমার টু, শান, সাইকো, গলুই, হৃদিতা, পরী, জ্বীন, লিপিস্টিক, আগন্তুক।
আপনার মতামত লিখুন : :