• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

শাহ রাহাত আলী বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম পাড়াতলীর তাহসিন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:৪৬ পিএম শাহ রাহাত আলী বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম পাড়াতলীর তাহসিন

শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ভর্তি মূল্যায়ন পরীক্ষায় ১৩টি বিভিন্ন স্কুলের সাথে প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করেছেন মো. তাহসিন ইসলাম।
তাহসিন উপজেলার পাড়াতলী গ্রামের সন্তান। সে পাড়াতলী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। 
তাহসিনের এমন অর্জনে দারুণ খুশি পাড়াতলী গ্রামের মানুষজন ও স্বজনরা। তারা প্রত্যাশা করছেন পাড়াতলী গ্রামকে আলোকিত করবে তাহসিন। বড় হয়ে দেশের বড় মাপের মানুষ হবে, এমন সম্ভাবনা রয়েছে প্রবল। 
তাহসিনের মঙ্গল কামনায় সবার দোয়াও চেয়েছেন তারা। 

Side banner