• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

দুলুকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন স্ত্রী ছবি


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১১, ২০২৬, ১০:৪৩ পিএম দুলুকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন স্ত্রী ছবি

নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি। রবিবার (১১ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি তার আবেদনে ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের কথা উল্লেখ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে সাবিনা ইয়াসমিন ছবি বলেন, নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম এবং বাছাইপর্বে তা বৈধও হয়েছিল। তবে আজ আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। যেহেতু এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমার স্বামী নির্বাচন করবেন, তাই তাকে বিজয়ী করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবিনা ইয়াসমিন ছবি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। আমরা তার আবেদনটি গ্রহণ করেছি।

Side banner