• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

আবু কায়েস সিকদারের মনোনয়ন আপিলে বৈধ ঘোষণা


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:০৭ পিএম আবু কায়েস সিকদারের মনোনয়ন আপিলে বৈধ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস সিকদারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১টার দিকে আপিল শুনানি শেষে এই রায় দেয় ইসি।
শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর ইসি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ আবু কায়েস সিকদার।
তিনি বলেন, নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ০৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
কায়েস সিকদার বলেন, গত এক সপ্তাহে অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশ-বিদেশে অবস্থানরত বাঞ্ছারামপুর উপজেলার অনেকেই শুভ কামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। 


স্বতন্ত্র প্রার্থী কায়েস সিকদার আরও বলেন, আমি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা, সেটার জন্য আবেদন করতে পারব। প্রতীক যাই হোক আমার উপর বাঞ্ছারামপুরবাসীর দোয়া ও ভালবাসা আছে। ইনশাল্লাহ উপজেলাবাসীর দোয়া ও ভালবাসায় আমি এগিয়ে যাব।  
এর আগে, গত ৩ জানুয়ারি যাচাই-বাচাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে ৫ জানুয়ারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি।
এই রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন কায়েস সিকদার ও তার সমর্থকরা।

Side banner