• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার নভেম্বর ১৩, ২০২৫, ০১:২৬ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেল সেকশনের ভাতশালা রেলওয়ে স্টেশনের দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
এতে কিছুসময়ের জন্য ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কিছু সময়ের জন্য আটকা পড়ে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম সফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপ, কাঠ ও পেট্রোল ঢেলে আগুন জ্বালায়। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুন নেভাতে সক্ষম হয় পুলিশ। 
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুর নবী বলেন, রাতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটলেও এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

Side banner