• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

কলেজের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৯:২৩ এএম কলেজের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে কলেজের পুকুরে গোসল করতে নেমে রাহিম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের দল নেতা আজহারুল ইসলাম।
নিহত রাহিম জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। তিনি সদর উপজেলার মেস্টা ইউনিয়নের আরামনগর এলাকার রেজাউল করিমের ছেলে। রাহিম তার পরিবারের সঙ্গে জামালপুর পৌরসভার গোলাপবাগ এলাকায় ভাড়া থাকতেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টির মধ্যে রাহিম ও তার কয়েকজন বন্ধু কলেজ পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় রাহিম পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক রাহিমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম বলেন, বৃষ্টির মধ্যে হঠাৎ কয়েকজন ছেলে পুকুরপাড়ে চিৎকার করছিল। কাছে গিয়ে জানতে পারি একটি ছেলে পানিতে ডুবে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।
জামালপুর ফায়ার সার্ভিসের দল নেতা আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Side banner