ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হলি ফ্লাওয়ার একাডেমি (হাইস্কুল) এর উদ্যোগে ওয়েল ফেয়ার এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন কুমিল্লা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন ঢাকা কর্তৃক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদ ও অর্থ বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামীম নুর ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন কুমিল্লার সাধারণ সম্পাদক কাজী মো. আবদুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন কুমিল্লার কোষাধ্যক্ষ সামছুল আলম চৌধুরী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন এর সহ-সভাপতি মো. আনিসুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এস এম শামীম আহমেদ, ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ভুরভুরিয়া আদর্শ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক রোজিনা আক্তার, চরছয়ানী আদর্শ কিন্ডারগার্টেন এর সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াসিন মিয়া, আকানগর লিটল স্টার কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক হোসনা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শুধু শিক্ষিত হলে হবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের দেশে শিক্ষিত লোকেরাই দুর্নীতির সাথে জড়িত। দেশে হাজার হাজার কোটি টাকা প্রাচার করেছে। যদি সুশিক্ষিত হত এবং তাদের মনে দেশপ্রেম থাকত তাহলে এ রকম দুর্নীতি করা সম্ভব হত না। তাই আমাদেরকে শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়া জরুরি।
আপনার মতামত লিখুন : :