• ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত আগস্ট ১৯, ২০২৫, ০৮:১৮ পিএম বাঞ্ছারামপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা।
এর আগে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর জন্ম স্থান কুমিল্লায়।
এ বছরের ২৮ এপ্রিল মো. নজরুল ইসলাম বদলি হয়ে যাওয়ার পর থেকে প্রায় চার মাস ধরে বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর পদটি শূন্য ছিল। অবশেষে এই শূন্যপদে যোগদান করলেন মো. রবিউল হাসান ভূঁইয়া।
নতুন কর্মস্থলে যোগদানের পর মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী অফিসার ফেরদৌস আরা।

Side banner