পানি সম্পদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে।
বিবৃতি বলা হয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোকাব্বির হোসেন। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
অন্যদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া নতুন সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি অর্থ বিভাগে যুক্ত ছিলেন।
আপনার মতামত লিখুন : :