• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারকে পুলিশে চাকরির প্রস্তাব!


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া ডেস্ক নভেম্বর ৭, ২০২৫, ০১:০৬ পিএম বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারকে পুলিশে চাকরির প্রস্তাব!

প্রথমবারের মতো মেয়েদের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরপর থেকে শিরোপাজয়ী দলের সদস্যরা রীতিমতো অভিনন্দন ও অভ্যর্থনার জোয়ারে ভাসছে। প্রথমবার পশ্চিমবঙ্গের কোনো নারী ক্রিকেটার বিশ্বকাপ জিতেছে, এই আনন্দে ভারতীয় দলের ব্যাটার রিচা ঘোষকে সংবর্ধনা দেবে ক্রিকেট অব বেঙ্গল (সিএবি)। এ ছাড়া পশ্চিমবঙ্গ সরকার থেকে রিচাকে নাকি পুলিশের চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে।
অবশ্য উপমহাদেশের তারকা ক্রিকেটারদের আইনশৃঙ্খলা বাহিনীতে (পুলিশ, সেনাবাহিনী) সম্মানসূচক পদবী দেওয়ার প্রচলন আগে থেকেই ছিল। রিচা ঘোষকে দেওয়া প্রস্তাব সেরকম কিছু নাকি পেশাগতভাবে পুলিশে যোগদানের প্রস্তাব সেটি অবশ্য এখনও নিশ্চিত নয়। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ সংবাদমাধ্যম আজতক বাংলাকে ওই প্রস্তাবের কথা জানিয়েছেন। যার বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসসহ আরও কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন করেছে।
ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারের বাবা বলেন, ‘এই খবর একেবারেই সত্যি। রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রিচা বাড়ি ফেরার পরই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে কোন পদে রিচাকে চাকরি দেওয়া হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।’ রিচার নিজেরও এক সময় কোনো বাহিনীতে যোগদানের স্বপ্ন ছিল বলে জানান বাবা মানবেন্দ্র, ‘ছোটবেলা থেকেই পুলিশ কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল রিচার। এতদিনে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কথাবার্তাও অনেক দূর এগিয়ে গেছে। এখন হাতে শুধু আনুষ্ঠানিক চিঠি পাওয়ার অপেক্ষা।’
অবশ্য ভারতীয় তারকা ক্রিকেটার রিচা আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাবনাময় ভবিষ্যৎ রেখে অন্য চাকরিতে যোগদান করার সম্ভাবনা কম–ই। ২২ বছর বয়সী এই ব্যাটার এখন পর্যন্ত ভারত জাতীয় দলের হয়ে ৫১ ওয়ানডে, ৬৭ টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট ম্যাচ খেলে ২৩৬৩ রান করেছেন। চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতের পক্ষে ৮ ম্যাচে ৩৯.১৬ গড়ে করেন ২৩৫ রান। এমনকি রিচার স্ট্রাইকরেট টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৩.৫২। এ ছাড়া তার ব্যাট থেকেই এই বিশ্বকাপের সর্বোচ্চ ১২টি ছক্কা এসেছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, আজ (শুক্রবার) জন্মস্থান শিলিগুড়িতে ফিরছেন রিচা ঘোষ। দিনজুড়ে তার জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। এ ছাড়া আগেই সংবর্ধনার ঘোষণা দিয়ে রেখেছে সিএবি। রিচাকে সোনায় মোড়ানো ব্যাট ও বল উপহার দেওয়ারও কথা রয়েছে। যেখানে স্বাক্ষর থাকবে সৌরভ গাঙ্গুলি ও ঝুলন গোস্বামির।

Side banner