• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বিএনপি কখনোই মবের পক্ষে নয়: জয়নুল আবদিন ফারুক


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০২৫, ০৪:২৯ পিএম বিএনপি কখনোই মবের পক্ষে নয়: জয়নুল আবদিন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি কখনোই মবের পক্ষে নয়।
তিনি প্রশ্ন তুলে বলেন, সুশীল সমাজের কাছে জানতে চাই, এই মব কে সৃষ্টি করেছে? আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি।
বুধবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদী যুব সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যেদিন কাওরান বাজারে বিএনপি নেতা ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, সেদিনও সরকার কোনো কর্ণপাত করেনি। শেখ হাসিনা মব সংস্কৃতির মাস্টারমাইন্ড।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা এই মব সৃষ্টিকারীদের কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয় তাদের আইনের আওতায় আনার জন্য বলেছেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফারুক বলেন, কোথায় হারুন কোথায় বিপ্লব, আইজি, কমিশনার? গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কেন এখনো তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করুন।
সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ।

Side banner