জাতীয় সম্মেলনের জন্য চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র বরাদ্দ পেয়েছে জাতীয় পার্টি। ২৮ জুন শনিবার বেলা ১১টায় ১০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে পার্টির দপ্তর সুত্র জানিয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, পরিচালনা করবেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।
২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে নির্বাচন করতে না পারায় ইসির কাছে দু’মাস সময় চেয়ে নিয়েছিল জাপা। এরপর আবার চিঠি দিয়ে সময় বাড়িয়ে নেয়।
সামরিক শাসনের মধ্যদিয়ে ক্ষমতাসীন হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি সম্ভবত সবচেয়ে বেশি ভাঙ্গন কবলিত। এরশাদের জীবদ্দশায় জাপা, জেপি, বিজেপি ও জাপা (জাফর) নামে চার টুকরো হয়ে যায়। এরশাদের মৃত্যুর পর সহধর্মিণী রওশন এরশাদের নেতৃত্বে আরেকটি জাপার সৃষ্টি হয়েছে। যদিও রওশন গ্রুপের তেমন কোন সাংগঠনিক কার্যক্রম দৃশ্যমান নয়। মাঝে মধ্যে বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ওই গ্রুপটির কার্যক্রম।
জাপার গ্রুপগুলোর মধ্যে জেপি (মঞ্জু) আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক ছিল। বিজেপি এবং জাপা (জাফর) রয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোটে রয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে দলটি। কেন্দ্রীয় কার্যালয় ও চেয়ারম্যানের কার্যালয় একাধিক দফায় হামলার শিকার হয়েছে। একাধিক কর্মসূচি পন্ড হয়েছে বৈষম্য বিরোধীদের বাঁধায়। যদিও পার্টির চেয়ারম্যান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংসদ এবং সংসদের বাইরে সোচ্চার ছিলেন আন্দোলনের পক্ষে।
আপনার মতামত লিখুন : :