• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৫, ০১:৪৬ পিএম রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে হঠাৎ আগুন লেগেছে। তবে এ আগুন কোনো নাশকতা নয়, গাড়ির কাজ করার সময় দুর্ঘটনাবশত লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি বলেন, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন ধরে যায়। পরে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
ওসি আরও জানান, গাড়ির মিস্ত্রির অসাবধানতার কারণেই আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক।

Side banner