• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

আমি নিয়ম মেনে কর দিয়ে এসেছি: তিশা


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক জুন ২৩, ২০২৫, ০৬:২০ পিএম আমি নিয়ম মেনে কর দিয়ে এসেছি: তিশা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করার জন্য দেশের কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করেছে। সেই তালিকায় ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের এক ব্যক্তিকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে। অনেকেই ওই নামকে ধরে নেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
রবিবার (২২ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি খোলাসা করেন তিনি।
পোস্টের এ অভিনেত্রী লেখেছেন, প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ী, দুঃখের সঙ্গে জানাচ্ছি―সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি লেখেছেন, আমি নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।
সবশেষ লেখেছেন, প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ীরা, আপনাদের ভালোবাসা আর আস্থা সবসময় আমার সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা।
প্রসঙ্গত, গত ১৫ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ২৫ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজন তারকা রয়েছেন তারা হলেন মৌসুমী, রেজাউল করিম (বাপ্পারাজ), নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা, শবনম পারভীন ও আহমেদ শরীফ।

Side banner