• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

পৃথিবী ছেড়ে মহাকাশে যাচ্ছেন শিল্পা শেঠি 


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক জুন ৮, ২০২৫, ০৪:০৯ পিএম পৃথিবী ছেড়ে মহাকাশে যাচ্ছেন শিল্পা শেঠি 

আজ বলিউড তারকা শিল্পা শেঠির শুভ জন্মদিন। দিনটিকে স্মরণীয় করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন তার স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্র। সে পরিকল্পনা অনুযায়ী, পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রবিবার (৮ জুন) ৫০ বছরে পা দিয়েছেন শিল্পা। তাই এ মাসকে স্মরণীয় করে রাখতে চান রাজ।
স্ত্রীকে চমক দিতে জন্ম মাসেই মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করছেন তিনি। এ মহাকাশ ভ্রমণে তাদের দুই সন্তানও সঙ্গী হবে কি না তা অবশ্য এখনও জানা যায়নি। এদিকে মহাকাশ ভ্রমণের কোনো অফিশিয়াল বার্তাও দেননি রাজ। 
তবে ইনস্টাগ্রামে রাজ রবিবার (৮ জুন) তার স্ত্রী শিল্পাকে উদ্দেশ করে লেখেন,
হ্যালো জুন, এ মাস আমাকে আমার সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছে। তোমার জন্মদিনের মাস শুরু হওয়ার সাথে সাথে আমি শুধু বলতে চাই যে তোমার সাথে প্রতিটি দিন উদযাপনের মতো মনে হয়। তুমি আমার জীবনকে ভালোবাসা, শক্তি এবং হাসিতে ভরিয়ে দিয়েছো। আর অপেক্ষা করতে পারছি না, তোমার সারা মাস উদ্যাপনের।
প্রসঙ্গত, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে ভালোবেসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন রাজ কুন্দ্র। তাদের সুখের সংসারে রয়েছে একটি পুত্র ও কন্যা সন্তান। 

Side banner