• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস প্রভাসের ভক্তদের


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক জানুয়ারি ১০, ২০২৬, ০১:১৮ পিএম এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস প্রভাসের ভক্তদের

ভারতের ওড়িশার একটি প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন আগুন জ্বালিয়ে উল্লাস করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাসের একদল ভক্ত। প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ প্রদর্শনী চলাকালীন এই ঘটনা ঘটে; যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। 
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের ভেতরে একদল দর্শক ‘কনফেটি’ বা উৎসবের রঙিন কাগজের টুকরোতে আগুন ধরিয়ে উল্লাস করছেন। এতে বদ্ধ হলের ভেতর এভাবে আগুন জ্বালানোয় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়; নেটিজেনরা একে ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজ হিসেবে অভিহিত করেন। 
ভক্তদের একাংশের দাবি, এ ধরনের আচরণ প্রিয় অভিনেতাকে জনসমক্ষে লজ্জিত করছে। যদিও অভিনেতা বা সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত শুক্রবার মুক্তি পায় ‘দ্য রাজা সাব’। আর সিনেমাটি নিয়ে প্রভাসের ভক্তদের মধ্যে শুরু থেকেই ব্যাপক উত্তেজনা কাজ করছে। এর আগে সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে প্রেক্ষাগৃহে কুমিরের ডামি নিয়ে হাজির হয়েছিলেন কিছু দর্শক। এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে ফের আলোচনায় চলে এলো এই সিনেমা।
মারুতি পরিচালিত এই হরর-কমেডি সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সিনেমায় প্রভাসের অ্যাকশন ও লুক নিয়ে ভক্তদের প্রবল আগ্রহ থাকলেও প্রেক্ষাগৃহের ভেতর বারবার এমন বিশৃঙ্খল আচরণ জননিরাপত্তার প্রশ্নে বিতর্কের জন্ম দিচ্ছে।

Side banner