• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

দুই ব্রোকারেজ হাউজের শেয়ার লেনদেনের সনদ বাতিল


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৫, ০৩:৪০ পিএম দুই ব্রোকারেজ হাউজের শেয়ার লেনদেনের সনদ বাতিল

দুই ব্রোকারেজ হাউজ আল হারামাইন সিকিউরিটিজ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার লেনদেনের সনদ বাতিল করেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠান দুটি স্টক ডিলার/স্টক ব্রোকার হিসেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়ম অনুযায়ী মূলধন ও দায়দেনার শর্ত যথাযথভাবে পূরণ করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।    
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
ডিএসইতে আল হারামাইন সিকিউরিটিজের ট্রেক নম্বর ২৬৩ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক নম্বর ২৭৩। 
ডিএসই জানিয়েছে, প্রতিষ্ঠানটি দুটিতে কোনো বিনিয়োগকারী বা গ্রাহকের তহবিল ও সিকিউরিটিজ নিষ্পত্তি–সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, তা সংশ্লিষ্ট নথিপত্রসহ ১৩ নভেম্বরের মধ্যে সংস্থাটিকে লিখিতভাবে জানাতে হবে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ব্রোকারেজ হাউজ দুটি মূলধন ও দায়দেনার ক্ষেত্রে কিছু নিয়ম পরিপালনে ব্যর্থ হয়েছে। এ কারণে কয়েক দফা তাদের সময় দেওয়া হয়েছিল। তারপরও শর্ত পূরণ করতে না পারায় ডিএসই কর্তৃপক্ষ তাদের লেনদেনের সনদ বাতিল করেছে। এর ফলে প্রতিষ্ঠান দুটি শেয়ারবাজারে আর শেয়ার লেনদেনে অংশ নিতে পারবে না।

Side banner