• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বিচ্ছেদ নিয়ে যা ভাবেন ঐশ্বরিয়া রাই বচ্চন


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক নভেম্বর ২, ২০২৫, ০৯:৩৬ এএম বিচ্ছেদ নিয়ে যা ভাবেন ঐশ্বরিয়া রাই বচ্চন

বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে ঘিরে প্রায়ই বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। যদিও এ বিষয়ে দুজনেই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি পুরনো একটি সাক্ষাৎকার আবারও আলোচনায় এসেছে, যেখানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন ঐশ্বরিয়া। 
২০০৯ সালে মার্কিন টেলিভিশন তারকা অপরা উইনফ্রের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। অনুষ্ঠানটি ছিল তাদের বিয়ের দুই বছর পর। সেখানে তাদের বিয়ের কিছু ঝলক দেখানোর পর সঞ্চালক মজার ছলেই বলেন, এত আড়ম্বরপূর্ণ বিয়ের পর যদি কখনও বিচ্ছেদ হয়, সেটা মানতে নিশ্চয়ই কষ্টকর হবে- তাই না?
এই প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান ঐশ্বরিয়া। তিনি বলেন, আমরা এমন চিন্তা মাথাতেই আসতে দিই না। বিয়ে আমাদের কাছে আজীবনের প্রতিশ্রুতি, পরিবারের সঙ্গে থাকার আনন্দই আসল।
ঐশ্বরিয়া ও অভিষেক ২০০৭ সালে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, আরাধ্যা। সম্প্রতি ঐশ্বরিয়ার জন্মদিনেও বচ্চন পরিবারের নীরবতা বলিউডে নতুন করে জল্পনা তৈরি করেছে। তবে এ প্রসঙ্গে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

Side banner