ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করেছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বাঞ্ছারামপুর সরকারি মডেল এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্ট দলের টীম লিডার ইমন হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো. আতিকুর রহমান, ফায়ার সার্ভিসের অফিসার্স ইনচার্জ আবু জাফর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি ফয়সল আহমেদ খান।
৫-ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশের যুব স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ মানবসেবা ও জাতি গঠনে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে, যা দেশের উন্নয়নে অপরিসীম প্রভাব ফেলে।
দিনটিতে সেচ্ছাসেবীদের সম্মান জানিয়ে বিভিন্ন ক্যাটাগরীতে ৯ জন সেচ্ছাসেবককে বেস্ট ভলান্টিয়ার এওয়ার্ড দেওয়া হয় উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে। সাংবাদিক ক্যাটাগরীতে কালের কন্ঠের (মাল্টিমিডিয়া) বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি ফয়সল আহমেদ খান কে বিশেষ স্মারক ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়।এওয়ার্ড প্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরীর অন্যরা হলেন ফায়ার সার্ভিস (বাঞ্ছারামপুর স্টেশন), মোহাম্মদ উল্লাহ, সাজ্জাদ আহমেদ, মো: সোহেল মিয়া, আশিকুর রহমান বাবু, মো: সবুজ, সানোয়ার হোসাইন, মো: ফয়সাল এবং মো: রিয়াদ।
অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
আপনার মতামত লিখুন : :