ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদার নেতৃত্বে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে স্থানীয় এলাকায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে এই গণমিছিল বের হয়।
গণমিছিলটি বাঞ্ছারামপুরের বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, শ্রমজীবী, রিকশাচালক, ভ্যানচালকসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং পথে পথে সাধারণ মানুষ মিছিলে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে স্বাগত জানান।
গণমিছিল চলাকালে অধ্যাপক নকিবুল হুদা সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, সুশাসন, কর্মসংস্থান, অবকাঠামো নির্মাণ ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার তুলে ধরেন।
বক্তৃতার শুরুতে তিনি শহীদদের স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা, গণতান্ত্রিক আন্দোলন ও অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।
তিনি বলেন, জনগণের সমর্থনে যদি আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে বাঞ্ছারামপুরকে একটি সুশাসিত, উন্নত ও আধুনিক জনপদে রূপান্তর করবো। চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শিক্ষা-ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান ও সড়ক-আড়াইহাজার টু কড়িকান্দি ফেরিঘাটে সেতু নির্মাণসহ সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
মাওলাবাজার থেকে শুরু হয়ে উপজেলা সড়ক ঘাটসহ বিভিন্ন এলাকার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে গণমিছিলটি সমাপ্ত হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
আজকের কর্মসূচির নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আবুল বাশার, সেক্রেটারি মোহাম্মাদ শামিম নূর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন সাদি, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, পৌর জামায়াতে ইসলামের সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান, কাজী মোহাম্মদ আলী লিটন মোল্লা, সভাপতি ১২ নং উজানচর ইউনিয়ন।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ গণমিছিলে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন : :